কাজের ফাঁকে ছুটির আয়োজন, বিদেশে পাড়ি দিয়েছেন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় নিজের ঘোরার টুকরো ছবি শেয়ার করে নিয়েছেন মিমি। তবে বিদেশে ঠিক কোথায় ঘুরতে গিয়েছেন মিমি, তা অবশ্য সোশ্যাল মিডিয়ায় লেখেননি তিনি। নীল পোশাকে আজ রোদ পোহানোর ছবি শেয়ার করে নিয়েছেন মিমি। গত মাসেই মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তীর ছবি 'মিনি'। এই ছবিতে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। মিমি চক্রবর্তীর ছুটি কাটানোর ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। মিমির ছবিতে মজা করে অভিনেতা বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায় পরেরবার তাঁর সঙ্গে ঘুরতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন মিমি চক্রবর্তী। ভিডিওতে সমুদ্রের মনোরম পরিবেশ ফুটে উঠেছে। নীল সাদা প্রিন্টেড পোশাকে নেট দুনিয়ায় আলো ছড়াচ্ছে পর্দার 'তিতলি'-র ছবি।