আমাদের প্রায় সব ধরনের কাজই এখন স্মার্টফোন বা ল্যাপটপে হয়।আর এই ল্যাপটপ বা স্মার্টফোন ইন্টারনেট ছাড়া অচল।

আজকাল ইন্টারনেটের গতি বাড়াতে ওয়াইফাই ব্যবহার করা হয় অফিস ও বাড়িতে।

যদিও কখনও কখনও ওয়াইফাইয়ের গতি কম হওয়ায় সমস্যা বাড়ে কাজে।

জানেন, বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়েই বাড়াতে পারবেন আপনার ওয়াইফাইয়ের গতি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও।

যেখানে দেখানো হয়েছে, ঠান্ডা পানীয়ের খালি ক্যান দিয়ে কীভাবে আপনার বাড়ির বা অফিসে ইনস্টল করা ওয়াইফাইয়ের গতি বাড়ানো যায়।

সোশ্যাল মিডিয়ায় দাবি অনুযায়ী, আপনার ওয়াইফাই স্পিড বাড়াতে ঠান্ডা পানীয়ের খালি ক্যান নিন।

এখন মাঝখান থেকে এই খালি ক্যানটি কেটে তারপর আপনার ওয়াইফাই রাউটারের অ্যান্টেনায় এই ক্যানের টুকরোটি ফিট করুন।

এই কাজ করার পরে আপনার ওয়াইফাই-এর গতি ও পরিসর উভয়ই অল্প সময়ের মধ্যে বৃদ্ধি পাবে।

এই কৌশলটি সোশ্যাল মিডিয়ার দাবি। এবিপি লাইভ এই বক্তব্যের জন্য কোনওভাবেই দায়বদ্ধ নয়। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভুয়ো দাবি করে।