বর্তমানে যেকোনও গুরুত্বপূর্ণ কাজের প্রামাণ্য দলিল হিসাবে লাগে প্যান ও আধার কার্ড।
ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে, ড্রাইভিং লাইসেন্স পেতে, সম্পত্তি কিনতে, বাচ্চাদের স্কুল, কলেজে ভর্তির জন্য এই দুই নথি কাজে লাগে।
একজন ব্যক্তির মৃত্যুর পরে এই নথিগুলির কী করা উচিত তা আমরা ভেবে দেখি না। যার সুযোগ নেয় কিছু অসাধু লোক।
আধার কার্ড জারি করার সময়, UIDAI একটি অনন্য 12 অঙ্কের নম্বর জারি করে, যা বাতিল করা যায় না।
আধার লক করতে, আপনি UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইটে যান। এখানে MY Aadhaar বিকল্পটি নির্বাচন করুন।
এখানে আপনি 12 অঙ্কের আধার নম্বর লিখে সেই ব্যক্তির নাম ও পিন লিখুন। এর পরে সিকিউরিটি কোড পূরণ করুন।
পরে রেডিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এটি এন্টার করুন। এই কাজ করলেই আপনার আধার কার্ড ব্লক হয়ে যাবে।
প্যান কার্ডের সঙ্গে যুক্ত সব অ্যাকাউন্ট অন্যের নামে ট্রান্সফার করুন। তারপরে ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করে এটি নিষ্ক্রিয় করুন।