অভিনয় থেকে নাচের আঙিনায় তাঁর সাবলীল যাতায়াত। কিন্তু সেই অভিনেত্রী-নৃত্যশিল্পী এবার রেকর্ডিং স্টুডিওতে ডাবিং নয়, গান রেকর্ড করার জন্য। প্রথমবার সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন মনামী ঘোষ। শুধু কী তাই, প্রযোজক হিসেবেও হাত পাকাতে চলেছেন মনামী। নতুন মিউজিক ভিডিও মুক্তি পাচ্ছে তাঁরই প্রযোজনা সংস্থা থেকে জুলাই মাসের শুরুতেই মুক্তি পাচ্ছে 'ভিটামিন এম'। নতুন এই মিউজিক ভিডিওতে নাচের সঙ্গে সঙ্গে গান গাইতেও শোনা যাবে মনামীকে মনামী জানিয়েছেন ২০২১ সাল থেকেই এই মিউজিক ভিডিওটি তৈরি করার পরিকল্পনা ছিল তাঁর টিমের। গান রেকর্ডিং করতে কোনও সমস্যা হয়নি তবে ভিডিও শ্যুটের দিন নাকি খুব খাটতে হয়েছিল মনামীকে। 'বেলাশুরু'-র সৌজন্যে মনামী এখন 'টাপাটিনি গার্ল', এবার গায়িকা মনামী কতটা মন জয় করতে পারেন সেটাই দেখার প্রথম গান রেকর্ডিং বলে যথেষ্ট অনুশীলন করতে হয়েছিল মনামীকে। এই মিউজিক ভিডিও দিয়ে প্রযোজক মনামীরও হাতেখড়ি, তিনি জানালেন এই সংস্থা নিয়ে আরও অনেক কাজের পরিকল্পনা রয়েছে। মনামী বলছেন, 'এটা আমাদের বাচ্চার মতো। এবার দেখার দর্শকদের কেমন লাগে।'