সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র', সেই ছবিতে খলনায়িকার ভূমিকায় দেখা গিয়েছে মৌনীকে।
বক্সঅফিসে ভালোই সাফল্য লাভ করেছে 'ব্রহ্মাস্ত্র'। আর ছবি মুক্তির পরেই ছুটি কাটাতে পাড়ি দিলেন মৌনী।
পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন মৌনী, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন ছবি।
নীল জলের মধ্যে মৌনীর লাস্যময়ী ছবি নেটিজেনদের মধ্যে প্রশংসিত হয়েছে।
সদ্য দীর্ঘদিনের প্রেমিক সূর্য নামবিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মৌনী। এই সফরে মৌনীর সঙ্গী হয়েছেন তিনিও।
আজ 'ব্রহ্মাস্ত্র' -র পরিচালক অয়ন মুখোপাধ্যায় বলেছেন প্রথম সপ্তাহে গোটা বিশ্বে এই ছবি ৩০০ কোটিরও বেশি ব্যবসা করেছে।
ভারতীয় ইন্ডাস্ট্রির 'বিগ বাজেট' ছবিগুলির ছবিগুলির অন্যতম এই ছবি । খরচ পড়েছে মোট ৪০০ কোটি টাকা
তিন পর্বে তৈরি এই ছবির প্রথম ভাগ মুক্তি পেয়েছে। পরবর্তী ছবির নামও ঘোষণা হয়ে গিয়েছে।
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি প্রথম দিনেই ৩৬ কোটি টাকার ব্যবসা করেছিল। এই বছরের মুক্তির প্রথম দিনে আয়ের দিক থেকে সবচেয়ে বেশি লাভ করা ছবি এটি
সমস্ত দেখুন
চান্দ্রেয়ীর শিখর ছোঁয়ার গল্প
গোলাপি আভায় ঝলমলে ঋতাভরী
রুদ্রজিৎ-প্রমিতার পুজো প্ল্যান
জলপরী আমনা