১ বছরও পেরোয়নি মা হয়েছেন নুসরত জাহান। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দেখে ষোড়শী বলে ভুল হয়ে যায় অনেক সময়েই। সোশ্য়াল মিডিয়ায় আজ রঙিন পোশাকে 'সামার লুক' -এর ছবি শেয়ার করেছেন নুসরত জাহান। ফুলেল পোশাক, খোলা চুলে রঙিন নুসরতের ছবি মন কেড়েছে অনুরাগীদের। এর আগেও সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পোশাকে নজর আর মন দুইই কেড়েছেন নুসরত। সদ্য লাল বেনারসিতে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন নুসরত জাহান। সেই ছবিতে নুসরতের মাথায় ছিল গোলাপ, সঙ্গে মানানসই ভারি গয়না। সদ্য বসিরহাটে কালী পুজোর সময় পুজোর ভোগ রান্নাতেও হাত লাগিয়েছিলেন নুসরত। সাংসদের এই একটি কাজেই তিনি মন কেড়ে নিয়েছিলেন এলাকাবাসীর। কাজের ফাঁকে হামেশাই ছুটি কাটাতেও বেরিয়ে পড়েন সাংসদ