খরচপাতি, স্বাস্থ্যের চিন্তা রয়েইছে,

খরচপাতি, স্বাস্থ্যের চিন্তা রয়েইছে, কিন্তু ছুটির দিন চিকেন না হলে চলে!

Image Source: পিক্সাবে

খাটুনির ভয়ে রেস্তরাঁ যাই বটে,

খাটুনির ভয়ে রেস্তরাঁ যাই বটে, বাড়ির চিকেনেই মিটতে পারে আশ

Image Source: পিক্সাবে

উপকরণ: চিকেন, লেবুর রস, তেল, পেঁয়াজ,

উপকরণ: চিকেন, লেবুর রস, তেল, পেঁয়াজ, কারিপাতা, কাঁচা লঙ্কা, আদাল-রসুন বাটা, হলুদ,

Image Source: পিক্সাবে

লঙ্কাগুঁড়ো, তেল, লবণ, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো,

লঙ্কাগুঁড়ো, তেল, লবণ, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো, মেথি, দারচিনি, এলাচ, পোস্ত, ধনে, জিরে, লবঙ্গ

Image Source: পিক্সাবে

পদ্ধতি: হলুদ, লঙ্কাগুঁড়ো, তেল, লেবুর রসে,

পদ্ধতি: হলুদ, লঙ্কাগুঁড়ো, তেল, লেবুর রসে, আধ ঘণ্টা ম্যারিনেট করুন চিকেন

Image Source: পিক্সাবে

কড়াইয়ে রোস্ট করুন সব মশলা,

কড়াইয়ে রোস্ট করুন সব মশলা, ঠান্ডা হলে করে গুঁড়ো করে নিন

Image Source: পিক্সাবে

তেল গরম করে পেঁয়াজ ভাজুন,

তেল গরম করে পেঁয়াজ ভাজুন, লঙ্কা, কারিপাতা দিয়ে চিকেন ঢালুন

Image Source: পিক্সাবে

ভাল করে মিশিয়ে দিন,

ভাল করে মিশিয়ে দিন, ঢেকে রাখুন কিছু ক্ষণ

Image Source: পিক্সাবে

দুই কাপ জল দেবেন মেপে,

দুই কাপ জল দেবেন মেপে, চিকেন সেদ্ধ হতে দিন ভাল করে

Image Source: পিক্সাবে

ধনেপাতা কুচি ছড়িয়ে দিন উপরে,

ধনেপাতা কুচি ছড়িয়ে দিন উপরে, গরম গরম ভাত বা রুটির সঙ্গে খান

Image Source: পিক্সাবে