বিয়ের আগে থেকেই কোজাগরী লক্ষ্মীপুজো তাঁদের কাছে ভীষণ স্পেশাল প্রমিতা চক্রবর্তীর কাছে। এখন তাতে সামিল হয়েছেন রুদ্রজিৎ মুখোপাধ্যায়ও।

বাবার বাড়িতে ছোট্টবেলা থেকেই পুজোর কাজ করেন প্রমিতা চক্রবর্তী। এখনকার লক্ষ্মীপুজোর গুরুদায়িত্ব প্রমিতার কাঁধেই।

বাবার বাড়ির নিয়ম মেনে অন্নভোগ দেওয়া হয় না দেবীকে। শুকনো প্রসাদেই দেবীকে পুজো করেন প্রমিতা -রুদ্রজিৎ।

লক্ষ্মীপুজোর দিনই প্রথমবার প্রমিতার বাড়িতে গিয়েছিলেন রুদ্রজিৎ। আলাপ করেছিলেন অভিনেত্রীর বাবা-মায়ের সঙ্গে।

লাল পাড় সাদা শাড়িতে সেজেছিলেন প্রমিতা, সঙ্গে সোনার গয়না। রুদ্রজিৎ পরেছিলেন সাদা পাঞ্জাবি ।

কেবল প্রমিতা নয়, পুজোয় উপস্থিত ছিলেন রুদ্রজিতের মাও। সবাইকে নিয়েই পালন করা হয় পুজো।