নিজের বর্তমান ছবি শেয়ার করলেন ঋতাভরী চক্রবর্তী, কিন্তু তার পিছনে রইল আরও অনেক গল্প। নতুন ছবি 'ফাটাফাটি'-র জন্য প্রায় ২০ কিলো ওজন বাড়িয়েছিল ঋতাভরী চক্রবর্তী শুধু তাই নয়, এক বছরে ৩টি অস্ত্রোপচার করতে হয়েছিল ঋতাভরীকে। ৬ মাস শয্যাশায়ী ছিলেন তিনি। অস্ত্রোপচারের আগে নিজের তন্বী ছবিও শেয়ার করেছেন ঋতাভরী। ঋতাভরীর কথায়, 'চেহারা মলাট। তাই সেটা বদলালেও ভিতরের ঋতাভরী রয়েছে একইরকম' মে মাসে মুক্তি পাবে ঋতাভরী চক্রবর্তী ও আবীর চট্টোপাধ্যায় অভিনীত 'ফাটাফাটি' ঋতাভরী লিখেছেন, এই প্রথম কোনও ছবির জন্য একটা বিশাল শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে গেলেন তিনি। ঋতাভরীর এই সফরনামার প্রশংসায় পঞ্চমুখ টলিউডের একাধিক অভিনেত্রী ফাটাফাটি সিনেমার মন্ত্রেই এখন দীক্ষিত ঋতাভরী, 'আমার শরীর, আমার সিদ্ধান্ত'