সাম্প্রতিক ফটোশ্য়ুটে রেট্রো লুকে ধরা দিলেন ম্রুণাল ঠাকুর। এবার রেট্রো লুকে দ্য়ুতি ছড়ালেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। কালো শার্ট ও সাদা প্য়ান্টে এদিন ধরা দিলেন 'সুপার থার্টি' অভিনেত্রী। ফটোশ্য়ুটের ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করছেন এই বিটাউন সুন্দরী। প্রসঙ্গত, খুব শীঘ্রই ম্রুণাল ঠাকুরকে দেখা যাবে 'গুমরাহ' ছবিতে। এই ছবিতে ম্রুণালের বিপরীতে অভিনয় করেছন অভিনেতা আদিত্য় রয় কপূর। এই প্রথমবার ম্রুণালকে একজন পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখবেন তাঁর ভক্তরা। আপতত ম্রুণালের এই ছবি ভাইরাল নেট দুনিয়ায়।