সাদা লং কোটে মোহময়ী ঋতাভরী চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন ছবি। সাদা কোটের সঙ্গে ঋতাভরীর এই স্টাইল স্টেটমেন্ট অনুকরণ করতে পারেন আপনিও। সাদা কোটের সঙ্গে মাথায় ফ্লোরাল স্কার্ফ বেঁধেছেন ঋতাভরী, খোলা রেখেছেন তাঁর ঢেউ খেলানো চুল। সাদা কোটকে ঋতাভরী লেয়ারিং করেছেন কালো নেটের অফ সোলডার জাম্পশ্যুটের সঙ্গে। কানে গাঢ় নীল পাথরের দুল ছাড়া আর কোনও গয়না পরেননি ঋতাভরী, হাতে অবশ্য রয়েছে আংটি। গাঢ় আইশ্য়াডো আর কাজলে চোখে স্মোকি মেকআপ করেছেন ঋতাভরী সাদা কালোর পোশাকে ঋতাভরী যতটা আবেদনময়ী, ততটাই সুন্দরী। কেবলমাত্র চোখ ছাড়া ঠোঁট বা মুখের অন্যান্য মেকআপ ন্যুড রেখেছেন ঋতাভরী। এর আগে কালো পোশাকে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন ঋতাভরী। কালো ডিপনেক গাউনের সঙ্গে তাঁর খোলা চুলের স্টাইল ছিল চোখে পড়ার মতো।