সাদা গোলাপি ফ্লোরাল টপ আর খোলা চুল, সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ সেলফি শেয়ার করে নিলেন ঋতাভরী চক্রবর্তী। সামনেই পুজো, সদ্য ঋতাভরী জানিয়েছেন একটি পুজো মন্ডপে হাজির হবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী শেয়ার করে নিয়েছেন দুর্গা হিসেবে তাঁর ছবিও। আপাতত মা শতরূপা স্যানালের সঙ্গে নতুন কাজে ব্যস্ত ঋতাভরী, কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর নতুন ছবির শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে ঋতাভরী লিখেছেন, নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সামনেই মুক্তি পাবে ঋতাভরীর নতুন ছবি 'ফাটাফাটি', তবে এখনও পর্যন্ত জানা যায়নি ছবি মুক্তির দিন। এই ছবির শ্যুটিং শেষ করে ঋতাভরী লিখেছিলেন, 'জীবনের সবচেয়ে সাহসী ছবির শ্যুটিং শেষ করলাম'। এই ছবির প্রযোজনা করছে উইন্ডোজ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় গোলাপি পোশাকে ফটোশ্যুটের ছবি শেয়ার করে তাক লাগিয়েছিলেন ঋতাভরী। অভিনয়ের পাশাপাশি মিনিয়েচার বানানোর শখ রয়েছে ঋতাভরীর। তাঁর মিনিয়েচারের জন্য আলাদা একটি সোশ্যাল মিডিয়ায় পেজও রয়েছে। সেখানে গেলেই দেখা যাবে ঋতাভরীর হাতে সেজে উঠেছে ছোট্ট ছোট্ট ঘর বাড়ি আর তার অন্দরমহল। 'দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ অ্যান্ড ডাম' স্কুলটির দায়িত্ব সামলান নায়িকা ঋতাভরী।