তাঁর অভিনীত ছবি 'কিশমিশ' সদ্যই পা দিয়েছে ২৫ দিনে। সোশ্যাল মিডিয়ায় লাল পোশাকে একগুচ্ছ ছবি শেয়ার করলেন রুক্মিণী মৈত্র। হাতে ফুল, সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। রাহুল মুখোপাধ্যায় পরিচালিত 'কিশমিশ' সাফল্য পেয়েছে ইতিমধ্যেই। কেবল টলিউড নয়, বলিউডেও পা রেখেছেন রুক্মিণী। অভিনয় করেছেন 'সনক'-এ। দুটি প্রজন্মের লুক ছবিতে ফুটিয়ে তুলেছেন দেব ও রুক্মিণী। রবিবারই 'কিশমিশ'-এর ২৫ দিনের সাফল্য উদযাপন করেছেন দেব ও তাঁর দলবল দুই বিনুনি, হাতে খাতা পেন, 'কিশমিশ'-এ রুক্মিণীর এই লুক মনে করিয়েছে আশির দশককে। এই ছবি মুক্তির সময় রুক্মিণী বলেছিলেন, 'অবশেষে' গানটিই গোটা ছবিতে তাঁর সবচেয়ে প্রিয় অংশ।