বিচ্ছেদের জল্পনায় জল ঢেলে আপাতত মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। নীল জলের মাঝে দুর্দান্ত সময় কাটাচ্ছেন যুগলে। সেখান থেকে অভিনেত্রী পোস্ট করছেন একাধিক ছবি। সম্প্রতি একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। নিয়ন সবুজ পোশাকে সমুদ্র সৈকতে দেখা গেল তাঁকে। কোনও ছবি পোস্ট করে লিখলেন, 'আইল্যান্ডার লাইফ'। কখনও লিখলেন, 'যখন রংই মনের ভাব প্রকাশ করে'। সদ্য জন্মদিন গিয়েছে তাঁর। বন্ধু, আত্মীয়রা, প্রেমিক, শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। বছরের বিশেষ দিনটা তিনি শুরু করেন সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে। বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে ২০০০ মানুষকে ভোগ খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। হালকা রঙের সাবেকি পোশাকে সেজেছিলেন তিনি। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আশা করি আমার মায়ের আমায় নিয়ে গর্ব অনুভব হবে।' সম্প্রতি একসঙ্গে প্রযোজনা সংস্থাও শুরু করেছেন বনি ও কৌশানী।