এক সময় বিটাউন থেকে শুরু করে ২২ গজ, কান পাতলেই শোনা যেন শুভমন গিল ও সারা আলি খানের প্রেমের গল্প। তবে এখন সারা আলি খানের বদলে, শুভমনের সঙ্গে নাম জুড়ছে শচিন-কন্যা সারা তেণ্ডুলকরের মাঠে এখন শুভমন খেলতে নামলেই, গ্যালারিতে শুধুই চিৎকার, 'সারা ভাবি'। তবে কি হারিয়ে গেলেন সইফ-কন্যা? সম্প্রতি এই বিষয় নিয়ে কর্ণের টক শো-তে মুখ খুলেছেন সারা আলি খান শুভমনের সঙ্গে সম্পর্কের বিষয়টি বকলমে অস্বীকার করেছেন তিনি। সারার মতে, কেবল নাম এক হওয়ার কারণেই এই গন্ডোগোল। তাঁর ও শুভমনের মধ্যে কোনও সম্পর্কই নেই! নেটিজেনরা অবশ্য মনে করছেন, সারাকে নিয়ে উন্মাদনা দেখেই নিজের জায়গা থেকে সরে গিয়েছেন সইফ কন্যা। সম্প্রতি কর্ণের শো-তে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খোলেন সারা আলি খান বর্তমানে সারা কোনও প্রেমের সম্পর্কে নেই, এই কথা জানিয়ে দেন তিনি। তবে কর্ণের শো-তে সারা ফাঁস করে দেন অনন্যা পাণ্ডের প্রেমের গল্প