বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেললেও ব্যক্তিগত জীবন গোপনে রাখতেই পছন্দ করেন শ্রদ্ধা কপূর বলিউডের বেশ কিছু তারকার সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা যায় কিছুদিন আগেই শোনা যায়, সেলিব্রিটি ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে তাঁর যদিও শ্রদ্ধা কিংবা রোহন, কারও পক্ষ থেকেই ব্রেকআপের কথা স্বীকার হয়নি শোনা যায়, ২০১৮ সাল থেকে রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রদ্ধা কপূর 'আশিকি টু' ছবির শ্যুটিংয়ের সময়ই আদিত্য রয় কপূরের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রদ্ধা বলিউডের নামী পরিচালক ও অভিনেতা ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধা সম্পর্কে জড়ান বলেই বিভিন্ন সূত্রে জানা যায় বিভিন্ন তথ্য প্রকাশ হয় যে, ফারহান আখতারের বাড়ি থেকে শ্রদ্ধাকে বের করে আনেন শক্তি কপূর বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, বিখ্যাত এক গহনা ব্যবসায়ীর সঙ্গেও সম্পর্কে জড়ান শ্রদ্ধা কপূর বছর পাঁচেক সম্পর্কে থাকার পর সেই সম্পর্কও ভেঙে যায়