গ্রীষ্মের দাবদাহ থেকে রেহাই পাচ্ছে না আপনার গ্যাজেটগুলিও। প্রখর রোদে ব্যাটারি ফেটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে স্মার্টফোন, ল্যাপটপ ছাড়াও অনেক গ্যাজেটের।
আপনার গ্যাজেটগুলিকে সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখা উচিত। কারণ দীর্ঘ সময় ধরে সূর্যের সরাসরি কিরণে অতিরিক্ত গরম হতে পারে গ্যাজেটগুলি।
সেই ক্ষেত্রে অফিসে বা বাড়িতে আপনার ডেস্কে রাখুন ফোন, অথবা হাতেও রাখতে পারেন।
আপনার গ্যাজেটগুলিকে বাইরে চার্জ করা এড়িয়ে চলুন। যেকোনও গ্যাজেট চার্জ করলে এমনিতেই তার তাপমাত্রা কিছুটা বেড়ে যায়।
বিশেষ করে বাড়ির বাইরে গাড়ি পার্ক করা থাকলে গাড়ি আরও গরম হয়। সেই ক্ষেত্রে গ্যাজেট ভিতরে রেখে দিলে অতিরিক্ত গরম হতে পারে
আপনার গ্যাজেটগুলিকে বালিশ, কুশন, কম্বল ইত্যাদির নিচে রেখে চার্জ করবেন না। এতে স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে বিপদ ঘটতে পারে।