প্রতীক্ষার অবসান। অবশেষে ৭ জুলাই মুক্তি পেল রাজর্ষি দে পরিচালিত ছবি 'মায়া'। উইলিয়াম শেক্সপিয়র রচিত 'ম্যাকবেথ' নাটকের চলচ্চিত্র রূপায়ণ এটি।

ছবির গল্প আবর্তিত হয়েছে লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পাপ এবং দুর্নীতিকে ঘিরে। অভিনয়ে দেখা গেছে একগুচ্ছ তারকাকে। ইতিমধ্যেই দর্শকদের দ্বারা প্রশংসিতও হচ্ছে এই ছবি।

শুক্রবার শহরের এক মাল্টিপ্লেক্সে হাজির হলেন ছবির সকল কলাকুশলী। কেক কেটে উদযাপিত হল ছবির প্রিমিয়ারের দিন।

অভিনেতা, পরিচালকের সঙ্গে এদিন ক্যামেরাবন্দি হলেন মদন মিত্র, দেবাশিস কুমারের মতো রাজনীতিকরাও।

ছবিটি কীভাবে উচ্চাকাঙ্ক্ষা, লোভ, হৃদয়হীনতা এবং নিরঙ্কুশ ক্ষমতার অন্বেষণের মাধ্যমে প্রতিটি চরিত্রকে পরিচালিত করে সেই বার্তা বহন করে।

ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউজ উপস্থাপিত এবং দেবদাস বন্দ্যোপাধ্যায় ও রোহিত বন্দ্যোপাধ্যায় প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন ১৯ জন।

কলাকুশলীরা হলেন রাফিয়াথ রশিদ মিথিলা, তনুশ্রী চক্রবর্তী, রিচা শর্মা, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রণিতা দাশ, রতশ্রী দত্ত, দেবলীনা কুমার।

এছাড়া সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, কমলেশ্বর মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

রয়েছেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইশান মজুমদার, রোহিত বন্দ্যোপাধ্যায়, অসীম রায় চৌধুরী ও কান সিং সোধা।

পরিচালক বলেন, 'আমি যথেষ্ট ভাগ্যবান যে আমি আমাদের ইন্ডাস্ট্রির সেরা অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।'