৫০ ছুঁইছুঁই বয়স, কিন্তু দেখে বোঝা যায় না আজও সেই ষোড়শী হয়েই রয়েছেন শিল্পা শেট্টি কম ঝড়-ঝাপটা পোহাতে হয়নি শিল্পাকে কেরিয়ারে উত্থান-পতন ছিলই, ব্যক্তিগত জীবনও উথালপাতাল হয়েছে তার পরেও বার বার উঠে দাঁড়িয়েছেন নায়িকা মায়ানগরীতে পেতেছেন স্বপ্নের সংসার, গড়েছেন আশিয়ানা স্বামী এবং দুই সন্তানকে নিয়ে ভরা সংসার শিল্পার পাশাপাশি রেস্তরাঁ ব্যবসাতেও লক্ষ্মীলাভ হয়ে চলেছে তাই বলে নিজের যত্ন নেওয়া ভোলেননি শিল্পা তাই যে পোশাকই পরুন, যেমনই সাজুন, তাঁকে মানায়