লাল হার্ট শেপের কেক কেটে আইনি বিয়ের ৬ মাস উদযাপন করছেন শ্রুতি ও স্বর্ণেন্দু। আইনি বিয়ের ৬ মাস পার করলেন শ্রুতি ও স্বর্ণেন্দু, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন উদযাপনের ছবি লাল কেকে লেখা 'হ্যাপি ৬ মাস বাবি'। আদরের এই নামেই স্বর্ণেন্দুকে ডাকেন শ্রুতি। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল শ্রুতি ও স্বর্ণেন্দুর। অবশেষে আইনি বিয়ে সারেন তাঁরা। এখনও পর্যন্ত সামাজিক বিয়ে করেননি শ্রুতি, তবে আগামীতে পরিকল্পনা রয়েছে বিয়ে করার। শ্রুতির জীবনেও বড় বদল এসেছে। প্রথমবার বড়পর্দায় কাজ করছেন শ্রুতি। অন্যদিকে, নিজের ২টো বাড়িও কিনেছেন শ্রুতি। একটি তাঁর ও স্বর্ণেন্দুর, অন্যটি বাবা-মায়ের নামে। তবে এখনও নাকি বাবা-মায়ের সঙ্গেই থাকেই শ্রুতি। সামাজিক বিয়ের পরে থাকবেন স্বর্ণেন্দুর সঙ্গে। ভবিষ্যতে সন্তানের পরিকল্পনাও একটি টক শো-তে এসে প্রকাশ করেন শ্রুতি। বাড়ি থেকে শুরু করে বড়পর্দায় পা রাখা.. শ্রুতির জীবনে অনেক নতুন মোড় এসেছে ফেলে আসা বছরে। নিজের নতুন জীবন, সংসার নিয়ে বেশ সুখেই রয়েছেন শ্রুতি-স্বর্ণেন্দু