ফুসিয়া রঙের বেনারসিতে বিয়ের আসতে অপরূপা সন্দীপ্তা সেন। কী কী ছিল তাঁর সাজের বিশেষত্ব?



সন্দীপ্তার সাজের সবচেয়ে বেশি আকর্ষণীয় ও অন্যরকম ছিল তাঁর পায়ের সোনালি ও সাদা স্নিকার্স।



সন্দীপ্তার মাথাপট্টিটি ছিল হৃদয় বা হার্ট শেপের। বিশেষভাবে তৈরি করা হয়েছিল সেটি ফলে অন্যরকম এই ডিজাইন।



সন্দীপ্তার মাথার শোলার মুকুটটি ছিল কিছুটা ওড়িশি নাচের মুকুটের স্টাইলের। মুখে মেকআপ ছিল হালকা।



গলায় দুটি হার পরেছিলেন সন্দীপ্তা, নাকে ছিল সাবেকি টানা নথ। হাতে শাঁখা পলার সঙ্গে বালা ও চূড়।



সাবেকি ছোঁয়া রাখতেই কপালে চন্দন পরেছিলেন সন্দীপ্তা, আলতার মতো স্টাইলে পরেছিলেন মেহেন্দি।



সন্দীপ্তার বিয়ে হয়েছে বৈদিক মতে, হয়নি কন্যাদান। বিয়ের জন্য সন্দীপ্তা বেছেছিলেন গোলাপি গোলাপ ও মুক্তের মালা।



লাল টিপে সন্দীপ্তার সাজ সম্পূর্ণ। সন্দীপ্তা ও সৌম্যর ছবি সৌজন্যে: সন্দীপ্তার ফেসবুক ও দ্য ওয়েডিং ক্যানভাস।