তাঁর নাকি খুব মাথা গরম! সেই মেজাজ ঠাণ্ডা করার উপায়ও বলে দিলেন তিনি নিজেই! আপাতত দেবের সঙ্গে পাহাড়ে নতুন ছবির শ্যুটিং করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু 'প্রধান' ছবির হাত ধরে প্রথম বড়পর্দায় পা রাখছেন সৌমিতৃষা সৌমিতৃষা জানিয়েছেন, পাহাড়ে গেলেই নাকি তাঁর মাথা ঠাণ্ডা হয়ে যায় 'মিঠাই' ধারাবাহিকের নামভূমিকায় সবার মন জয় করেছিলেন সৌমিতৃষা দেবের বিপরীতে ছোটপর্দার 'মিঠাই'-কে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক। ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা সৌমিতৃষার নতুন ও প্রথম ছবির।