'জওয়ান'-এর মুক্তি ফের একবার প্রমাণ করে দিল... শাহরুখ খান ফের একবার পর্দায় এলেন, এবং জয় করলেন। 'পাঠান'-এর উন্মাদনার রেশ কাটতে না কাটতেই অনুরাগীরা মুখিয়ে ছিলেন 'জওয়ান'-এর জন্য। মুক্তির তারিখ বদলে অবশেষে স্থির হয় ৭ সেপ্টেম্বর। বছরের দ্বিতীয় ছবি নিয়ে ফের প্রেক্ষাগৃহে হাজির শাহরুখ খান। সারা রাত প্রেক্ষাগৃহের সামনে অপেক্ষা করলেন অনুরাগীরা,কোথাও ভোরের আলো ফোটার আগেই উপস্থিত জনতা। কলকাতা, দিল্লি থেকে মুম্বই, হায়দরাবাদ, দেশজুড়ে সর্বত্র উন্মাদনা উচ্ছ্বাসের ছবিটা একইরকম। ছবির প্রথম দিনের প্রথম শোয়ের আগে ও পরে চলল দারুণ সেলিব্রেশন। বাদশাহের ছবির বিশাল কাটআউট এনে, তাতে মালা পরিয়ে, কেক কেটে, নাচে, গানে চলল 'জওয়ান দিবস' পালন। কলকাতায় সকালে আকাশের মুখ ছিল ভারী। মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করেই হলমুখী হন সাধারণ মানুষ। অ্যাটলি দক্ষিণী ছবির ঘরানা ও শাহরুখের ম্যাজিকের একটা সার্থক মেলবন্ধন ঘটিয়েছেন এই ছবিতে। 'জওয়ান'-এর অন্যতম আকর্ষণ এই ছবির অ্যাকশন সিকোয়েন্স। যা রীতিমতো দর্শককে বুঁদ করে রেখেছিল ছবিতে।