বিয়ে মানে জীবনে নতুন অধ্যায়ের সূচনা একাকী থাকার অভ্য়াস ত্যাগ ককে দোকা হয়ে পথ চলা শুরু জীবনের সেই অধ্যায়েই পা রাখলেন অভিনেত্রী শ্রীজিতা দে হিন্দি টেলিভিশন, সিরিয়ালের জগতে অত্যন্ত পরিচিত মুখ রিয়্যালিটি শো 'বিগ বস'-এ অংশ নিয়েছিলেন অভিনেত্রী বাঙালি ঘরে জন্ম শ্রীজিতার, বিয়ে করলেন জার্মান নাগরিককে শ্রীজিতার স্বামীর নাম মাইকেল ব্লোম-পাপে পেশায় আমদানিকৃত পণ্যের ব্যবসায়ী মাইকেল বিয়ে হল হামবুর্গে, পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে চিরদিন একসঙ্গে থাকার অঙ্গীকার মাইকেল ও শ্রীজিতার