এবার হত্যারহস্য সমাধান করবেন বিদ্যা বালন! আসছে নতুন ছবি 'নিয়ত' এই ছবির হাত ধরে ৪ বছর পরে বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী বিদ্যা বালন ৭ জুলাই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি, মুখ্য চরিত্রে বিদ্যা বালন আজ একটি সাংবাদিক সম্মেলনে নজরকাড়া লুকে ধরা দেন বিদ্যা। একটি স্ট্রাইপ পোশাক পরেছিলেন তিনি। এই ছবিতে আরও রয়েছেন, রাম কপূর, রাহুল বসু, নীরজ কবি, শাহানা গোস্বামী, অমৃতা পুরীর মত অভিনেত্রীরা। এছাড়াও এখানে দেখা যাবে, দীপান্নিতা শর্মা, নিকি ওয়ালিয়া ও শশাঙ্ক অরোরার মতো অভিনেতাদের। ছবিতে বিদ্যার চরিত্রের নাম মীরা রাও, এটি একটি গোয়েন্দা চরিত্র গল্পে একটি খুন হয়, সেটি খুন না আত্মহত্যা, পর্দায় তাই খুঁজে বের করবেন বিদ্যা। রাম কপূরের চরিত্রের নাম আশীষ কপূর, তাঁরই পরিবারের তদন্তভার গিয়ে পরে বিদ্যার ওপর। দীর্ঘদিন ধরে বহু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে আসছেন বিদ্যা, এই চরিত্রটাও একেবারে অন্যরকম