এই মুহূর্তে ভারতীয় নায়িকাদের মধ্যে প্রথম সারিতে নাম আসে ম্রুণাল ঠাকুরের। একের পর এক হিট ছবি কেবল হিন্দিতেই নয়, কাজ করছেন তামিল, তেলুগু ছবিতেও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন একগুচ্ছ ছবি। মুখে চওড়া হাসি। আইভরি রঙের চুড়িদার, সঙ্গে বেগুনি রঙের বেনারসি কাপড়ের ওড়না। সামনে দিয়ে বেড়া বিনুনি করে খোলা চুলে লাগালেন ফুলের মালা। কানে ঝোলা ঝুমকো দুল, গলায় চোকার, হাতে রিসলেট, বড় আংটি। ন্যুড মেকআপে অনন্যা অভিনেত্রী। তবে সবচেয়ে সুন্দর তাঁর মনভোলানো হাসি। প্রসঙ্গত, ২০২২ সাল থেকে ম্রুণালের কেরিয়ারে শুভ সময় চলছে। আসছে একের পর এক ছবি। 'সীতা রামাম' ও 'জার্সি'র পর সাম্প্রতিক 'লাস্ট স্টোরিজ ২', নজর কাড়ছেন ম্রুণাল। ২০২৩ সালেও অভিনেত্রীর পাঁচটি ছবি মুক্তি পাওয়ার কথা।