একই অঙ্গে প্রাচ্য আর পাশ্চাত্যের ছোঁয়া, ৬৫ বছরের পুরনো শাড়ি থেকে তৈরি হল প্রিয়ঙ্কা চোপড়ার গাউন

বেনারসি পাটোলা শাড়ি থেকে তৈরি হয়েছে এই গাউন, রয়েছে সোনালি ও রুপোলি সুতোর সূক্ষ কাজ

বিয়ের পরে এই প্রথম নিককে নিয়ে ভারতে এলেন প্রিয়ঙ্কা চোপড়া, সঙ্গে মেয়ে মালতীও।

'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিন এই রূপোলি কাজের সেমি ট্রান্সপারেন্ট গাউন পরেছিলেন প্রিয়ঙ্কা।

দীর্ঘদিন পরে এই অনুষ্ঠানের সৌজন্যেই এক ফ্রেমে ধরা দিলেন প্রিয়ঙ্কা চোপড়া ও কর্ণ জোহর।

মেয়ে মালতীকে নিয়ে দেশে আসার পরেই প্রিয়ঙ্কাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান অনুরাগীরা।

মায়ানগরীর রাতে হঠাৎ অটো থামিয়ে নিক প্রিয়ঙ্কার এই ফটোশ্যুটও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গাউনের সঙ্গে মানানসই হীরে ও মুক্তোর গয়না পরেছিলেন প্রিয়ঙ্কা। পিঠ ছাপানো চুলে ছিল সফট কার্ল।

প্রিয়ঙ্কার গাউনে খাদি সিল্কের ওপর রুপোলি ও সোনালি সুতোর কাজে ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব কলকা। গাউনে তুলে ধরা হয়েছে ইক্কতের ৯ট রঙ।