গলার ভারি চোকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কানে রুপোর পাশা দূল পড়েছেন স্বস্তিকা।
সিঁথি ভরা সিঁথুর আর কপালের টিপে স্বস্তিকার সাজ সম্পূর্ণ, সাদা নেটের ব্লাউজ ব্যবহার করেছেন স্বস্তিকা।
স্বস্তিকার নতুন ছবি শ্রীমতী একজন গৃহবধূর গল্প বলবে। কেবল সংসার করতে ভালোবাসা একজন মানুষ নিজেকে হারিয়ে ফেলবে না খুঁজে পাবে নতুন করে সেই গল্পই বলবে 'শ্রীমতী'।
স্বস্তিকার বিপরীতে এই ছবিতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। এই প্রথম পর্দায় জুটি বাঁধলেন সোহম-স্বস্তিকা।
অর্জুন দত্তের পরিচালনায় এই ছবিতে সোহম ও স্বস্তিকা ছাড়াও রয়েছেন তৃণা সাহা ও খেয়া।
দর্শকদের ঠিক কতটা মন ছোঁয় 'শ্রীমতী' সেই অপেক্ষাতেই গোটা টিম। বর্তমান সমাজে শ্রীমতীদের গল্পই বলবে এই ছবি।
এই ছবির শ্যুটিংয়ের সময় বাবা মারা যান স্বস্তিকার। কিন্তু তারপরেও শ্যুটিং চালিয়ে গিয়েছিলেন তিনি।