Image Source: মীরা কাপুরের ইনস্টাগ্রাম

দেখতে দেখতে শাহিদ কাপুরের সঙ্গে বিয়ের ৭ বছর পার।

Image Source: মীরা কাপুরের ইনস্টাগ্রাম

সপ্তম বিবাহবার্ষিকীতে শাহিদকে অভিনন্দন জানিয়ে ছবিটি পোস্ট করেন মীরা।

Image Source: শাহিদ কাপুরের ইনস্টাগ্রাম

কয়েক দিন আগেই সপরিবার ছুটি কাটানোর ছবি দিয়েছিলেন শাহিদ।

Image Source: শাহিদ কাপুরের ইনস্টাগ্রাম

কাজের ফাঁকে পরিবারের সঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যায় শাহিদকে।

Image Source: শাহিদ কাপুরের ইনস্টাগ্রাম

তবে মাঝেমধ্যে একক ছবিও দেন সোশ্যাল মিডিয়ায়।

Image Source: শাহিদ কাপুরের ইনস্টাগ্রাম

বৃহস্পতিবার অবশ্য মীরাকে সঙ্গে নিয়েই ছবি দিয়েছেন শাহিদ। লেখেন,' মীরা, তুমি তুলনাহীন।'

Image Source: শাহিদ কাপুরের ইনস্টাগ্রাম

দিল্লিতে বিয়ে হয়েছিল শাহিদ-মীরার।

Image Source: শাহিদ কাপুরের ইনস্টাগ্রাম

মিশা এবং জেন, দুই সন্তানও রয়েছে তাঁদের।

Image Source: শাহিদ কাপুরের ইনস্টাগ্রাম

খুনসুটি-মজা-হাসিঠাট্টায় শাহিদের সঙ্গে সাত বছর ঘর করে ফেললেন মীরা।

Image Source: মীরা কাপুরের ইনস্টাগ্রাম

একে অন্যকে নিজেদের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে শুভেচ্ছা জানানোর পর ভক্তরাও শুভেচ্ছা জানান তাঁদের।