লর্ডসের ব্যালকনি থেকে তিনি ভারতীয় ক্রিকেটকে বার্তা দিয়েছিলেন ঘুরে দাঁড়ানোর।

২০০২ সালের ১৩ জুলাই, লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছিল ভারত।

জয়ের পরই ঐতিহ্যশালী লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি খুলে মাথার ওপর ঘুরিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বিশ্বক্রিকেটে অধিনায়ক হিসাবে মহারাজের দাদাগিরিরও যেন সেই শুরু।

আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। কেবল লর্ডস নয়, বিশ্ব ক্রিকেটে বার বার ইতিহাস তৈরি করেছেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০১ বলে ১৩১ রান করেন সৌরভ। সেই ম্যাচেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর।

আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফি কাপ ২০০০-এর সেমি ফাইনালে রাহুল দ্রাবিড়ের সঙ্গে ব্যাটিং জুটিতে ১৪৫ রান করেন সৌরভ।

পাকিস্তানের বিরুদ্ধে ২০০৭ সালে জীবনের অন্যতম সেরা টেস্ট ইংনিসটি খেলেছিলেন সৌরভ। 'মহারাজ' যখন ব্যাট হাতে মাঠে নামেন, তখন মাত্র ৪৪ রানে ২ উইকেট হারিয়েছে ভারত।

তৃতীয় ব্যাটার হিসেবে মাঠে নেমে ২৩৯ রান করেন সৌরভ। ৩০টি বাউন্ডারি এবং ২টো ওভার বাউন্ডারির ঝোড়ো ব্যাটিংয়ে ভর করেই সেদিন ঘুরে দাঁড়িয়েছিল ভারত।

তৃতীয় আন্তর্জাতিক একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। সেই ম্যাচে মাঠে নেমে ১৫৩ রান করে অপরাজিত থাকেন সৌরভ।