পায়ে পায়ে ৫৮টা বছর কাটিয়ে ফেললেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

এবার বৈশাখী আর তাঁর কন্যা মহুলকে নিয়ে পালন করলেন নিজের ৫৯তম জন্মদিনও।

রাজনৈতিক ময়দান থেকে সোশাল মিডিয়া। কোনও না কোনও কারণে বরাবরই চর্চায় থেকেছেন এই যুগল।

নিজেদের যাপনের বিভিন্ন মুহূর্তে সোশাল মিডিয়াতে প্রায়শই শেয়ার করেন বৈশাখী।

কখনও কাশ্মীর ভ্রমণের ছবি। কখনও জামাইষষ্ঠী পালন। কখনও আবার মেয়ে মহুলের রথযাত্রার পালনের ছবি।

এবার শোভনের জন্মদিনের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করলেন বৈশাখী।

ক্যাপশনে লিখলেন 'হ্যাপি বার্থ ডে লাইফলাইন'।

বৈশাখী আর তাঁর মেয়ের পরনে ছিল সমুদ্ররঙা নীল পোশাক।

শোভন সেজেছিলেন সাদা পাঞ্জাবীতে।

বাড়ির ড্রইংরুমেই পালন হল শোভনের জন্মদিন। শোভন চকোলেট উপহার দিল ছোট্ট মহুল।