সামনেই মুক্তি পাচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত, অর্জুন দত্ত পরিচালিত ছবি 'শ্রীমতী'। 'শ্রীমতী' এক সাধারণ গৃহবধূর গল্প বলবে। কেবল বাইরে কাজ নয়, সংসার সামলেও যে স্বনির্ভর হওয়া যায়, সেই বার্তায় দেবে 'শ্রীমতী'। স্বস্তিকা জানিয়েছেন, তিনি ২১ বছর অভিনয় করছেন, আর তাঁর মেয়ের বয়স ২২ বছর। অভিনেত্রী সবসময় বলে এসেছেন, তাঁর অনুপ্রেরণা বাবা সন্তু মুখোপাধ্যায়। স্বস্তিকা বলেছেন, তিনি অভিনয় করেছেন, কিন্তু তাঁর মেয়েকে পুরোপুরি সামলেছেন তাঁর মেয়ে। স্বস্তিকা পোষ্য ভালোবাসেন, বিভিন্ন সচেতনতামূলক প্রচারেও যোগদান করেন তিনি। স্বস্তিকার সঙ্গে 'শ্রীমতী' ছবিতে জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী। স্বস্তিকা বলেছেন, 'আমি বিশ্বাস করি শুধু উপার্জন করলেই কেউ স্বাবলম্বী হয়ে যায় না।' স্বস্তিকা বলছেন, 'যাঁরা কাজ করে, চাকরি করে, তাঁদের ক্ষেত্রেই কেন কেবল স্বাবলম্বী কথাটা ব্য়বহার করা হবে?' স্বস্তিকার প্রশ্ন, 'যাঁরা বাড়িতে থেকে সংসারটা সামলান, তাঁরা কি স্বাবলম্বী নন?'