ঘুম থেকে উঠলেই নাকের চারপাশে তেল জমে যাচ্ছে! বারবার ফেস ওয়াশ ব্যবহারেও মিলছে না ফল! তৈলাক্ত ত্বক হলে মাথায় রাখতে হবে বেশ কিছু বিষয়। তৈলাক্ত ত্বক নিয়ে জেরবার অনেকেই। কিছু কিছু জিনিস আছে, যা তৈলাক্ত ত্বক হলে একেবারেই ব্যবহার করা যাবে না। কোন কোন উপাদান রয়েছে এই তালিকায়? পেট্রোলিয়াম জেলি ব্যবহার বন্ধ করতে হবে। ত্বকের উপরিভাগের রন্ধ্র বন্ধ করে দেয় পেট্রোলিয়াম জেলি। অ্যালকোহল যুক্ত কোনও প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। এতে ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বকে অস্বস্তি হতে পারে। বাজারে একাধিক তেল পাওয়া যায়। কিন্তু তৈলাক্ত ত্বকে কখনই বাড়তি তেল ব্যবহার করা যাবে না। এতে ত্বকের উপরিভাগের রন্ধ্র বন্ধ যায়। খুব মোটা দানার স্ক্রাবার ব্যবহার করা যাবে না। এতে ত্বকের ক্ষতি হতে পারে। পাশাপাশি ত্বকের সতেজতা নষ্ট হয়। মিনারেল ওয়েল যুক্ত কোনও প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। এতে ত্বকের উপরিভাগের রন্ধ্রে অতিরিক্ত তেল জমা হতে পারে। কিছু কিছু ময়শ্চারাইজারে সিলিকন থাকে। এতে রন্ধ্র বন্ধ হয়ে তেল এবং ময়লা জমে।