Image Source: pixabay

কাজের প্রয়োজনে প্রতিদিনই ভরসা করতে হয় ইমেলে।

Image Source: pixabay

ই-মেলের জন্য অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার হয় গুগলের জিমেল।

Image Source: pixabay

জিমেলে একাধিক ফিচার রয়েছে যা আমরা চট করে খেয়াল করি না।

Image Source: pixabay

ওই ফিচারগুলি ব্যবহার করলে ব্যস্ত সময়ে আরও সহজ করা যাবে কাজ। সেগুলি কী কী?

Image Source: pixabay

লেবেল বলে একটি অপশন রয়েছে। যেটা জিমেল মেলগুলিকে বাছাই করে গোছানো যায়।

Image Source: pixabay

একাধিক লেআউট রয়েছে, যার মাধ্যমে কোন ধরনের মেল আগে দেখতে চান সেই গুরুত্ব অনুসারে মেল সাজানো থাকে।  

Image Source: pixabay

কাজের প্রয়োজনে একই ধরনের মেল বারবার করতে হয়? জিমেলে তৈরি করে রাখা যায় টেমপ্লেট।

Image Source: pixabay

সেটিংসে গিয়ে অ্যাডভ্যান্সড অপশনে যেতে হবে। সেখানে টেমপ্লেট সেকশনে গিয়ে বক্সে টিক মার্ক অন করতে হবে।