কাজের প্রয়োজনে প্রতিদিনই ভরসা করতে হয় ইমেলে। ই-মেলের জন্য অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার হয় গুগলের জিমেল। জিমেলে একাধিক ফিচার রয়েছে যা আমরা চট করে খেয়াল করি না। ওই ফিচারগুলি ব্যবহার করলে ব্যস্ত সময়ে আরও সহজ করা যাবে কাজ। সেগুলি কী কী? লেবেল বলে একটি অপশন রয়েছে। যেটা জিমেল মেলগুলিকে বাছাই করে গোছানো যায়। একাধিক লেআউট রয়েছে, যার মাধ্যমে কোন ধরনের মেল আগে দেখতে চান সেই গুরুত্ব অনুসারে মেল সাজানো থাকে। কাজের প্রয়োজনে একই ধরনের মেল বারবার করতে হয়? জিমেলে তৈরি করে রাখা যায় টেমপ্লেট। সেটিংসে গিয়ে অ্যাডভ্যান্সড অপশনে যেতে হবে। সেখানে টেমপ্লেট সেকশনে গিয়ে বক্সে টিক মার্ক অন করতে হবে।