রাতে ছবির বিশেষ স্ক্রিনিং, পার্টির আয়োজন , সকালে কালীঘাটে পুজো, জমজমাট তাপসী পান্নু, পাভেল গুলাটিদের। অনুরাগ কশ্যপ, একতা কপূর, তাপসী ও পাভেল গুলাটি-র কলকাতা সফর জমজমাট। 'দোবারা'-র প্রচারে তিলোত্তমায় এসেছিলেন তাঁরা। আজ মুক্তি পেয়েছে তাপসীর নতুন ছবি দোবারা। আজ সকালে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন তাপসী ও পাভেল । হালকা সবুজ সালোয়ার কামিজ পরেছিলেন তাপসী । সাদা পাঞ্জাবিতে সেজেছিলেন পাভেল । জবার মালা, ফুল প্রসাদে কালীঘাটে পুজো দেন দুজনেই । কপালে সিঁদুরের টিপ, হাসি মুখে তাপসী-পাভেল মন্দির থেকে বেরিয়ে কথাও বলেন সাংবাদিকদের সঙ্গে । কলকাতা ছাড়াও মুম্বই, চেন্নাই ও দিল্লি-তে প্রচারে গিয়েছিল টিম 'দোবারা'। সেখানেও মানুষের ভালোবাসা পেয়েছে অভিনেতা অভিনেত্রীরা। এর কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন তাপসী। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি শাবাশ মিতু ছবির মুখ্যভূমিকায় ছিলেন তাপসী। 'শাবাশ মিতু'-র ছবির প্রচারে ইডেন গার্ডেন্সে এসেছিলেন সৃজিত, তাপসী ও মিতালি রাজ। রহস্য তৈরি করেছিল ছবির ট্রেলারই । ট্রেলারের শুরু একটি পুরনো টিভি থেকে । সম্ভবত গল্পে রহস্যের মোড়ও শুরু সেখান থেকেই ।