রাখি সবন্ত আর তাঁর প্রাক্তন স্বামী আদিল দুর্রানির দড়ি টানাটানির খেলা আর কাদা ছোঁড়াছুড়ি অব্যাহত সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে প্রাক্তন স্ত্রী-এর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন আদিল আদিল অভিযোগ করেছিল, গর্ভপাত হওয়ার কোনও প্রশ্নই নেই কারণ রাখির নাকি জরায়ুই নেই। যদিও এই অভিযোগ অস্বীকার করেন রাখি পাল্টা রাখি অভিযোগ করেন, মধুচন্দ্রিমায় গিয়ে আদিল রাখির ঘনিষ্ঠ ভিডিও শ্যুট ও তা বিক্রি করেছে প্রচুর টাকা কামিয়েছে এরপরে আদিল অভিযোগ করেন, নিষিদ্ধ ভিডিও শ্যুট করাই নাকি রাখির মূল পেশা। বিভিন্ন সাইটে তাঁর নিষিদ্ধ ভিডিও -ও রয়েছে। অন্যদিকে, আদিলকে এই বিষয়ে সমর্থন করেছিলেন শার্লিন চোপড়া। অথচ রাখির সঙ্গে এর আগে মিটমাট করে নিয়েছিলেন শার্লিন। সাংবাদিক সম্মেলন করে এর আগে আদিল জানিয়েছিলেন, তাঁকে ফাঁসিয়েছেন রাখি, তাঁর কোনও দোষ নেই। রাখি অভিযোগ করেছিলেন, আদিল নাকি তাঁকে প্রচন্ড মারধর করতেন, সেই জেরে তাঁর গর্ভপাতও হয়েছিল। তবে আদিল ও রাখির এই সমস্যা ঠিক কোনদিকে গড়ায়... সেই উত্তর দেবে সময়।