দেশের সেবাই যদি আপনার স্বপ্ন হয়, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। মঙ্গলবারই দেশের সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম আনল সরকার।
এই নতুন স্কিমের নাম রাখা হয়েছে অগ্নিপথ (Agneepath Scheme Army)।
এদিন সেনাবাহিনীর এই নিয়োগ সংক্রান্ত স্কিমের ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং ছাড়াও ছিলেন তিন সেনাপ্রধান।
এই স্কিমে প্রথম বছরের জন্য ৪.৭৬ লক্ষ বার্ষিক প্যাকেজ পাবে যুবকরা। চতুর্থ বছরে এই প্যাকেজ বেড়ে ৬.৯২ লক্ষ টাকায় গিয়ে দাঁড়াবে।
৪ বছরের চাকরি শেষ হওয়ার পর সেনাবাহিনীর যুবকদের পরিষেবা তহবিল হিসাবে ১১.৭ লক্ষ টাকা পাবে। এই টাকায় কোনও কর দিতে হবে না।
আপনি সেনাবাহিনীতে নিয়োগের নতুন এই স্কিমের মাধ্যমে যেকোনও রেজিমেন্টের জন্য আবেদন করতে পারবেন।
এই নতুন স্কিমে কোনও পেনশন থাকবে না, এককালীন অর্থ দেওয়া হবে। সেনাবাহিনীর এই স্কিমে নিযুক্ত সৈন্যদের বলা হবে অগ্নিবীর।
এই স্কিমের অধীনে নিয়োগ করা বেশিরভাগ জওয়ান চার বছর কাজ করেই ছাড়তে পারবেন।
১৭.৫ বছর থেকে ২১ বছরের যুবকরা (অগ্নিপথ স্কিম) এই স্কিমে আবেদন করতে পারবেন। এতে ১০ সপ্তাহ থেকে ৬ মাস পর্যন্ত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।