আজ সুশান্ত সিংহের মৃত্যুদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য পদার্থবিদ্যায় ন্যাশনাল অলিম্পিয়াড উইনার ছিলেন, গিটার বাজানো থেকে দুহাতে লেখায় দক্ষ ছিলেন সুশান্ত মহাকাশের প্রতি অমোঘ আকর্ষণ ছিল, এমনকি চাঁদে জমিও কেনেন যখন দ্বাদশ শ্রেণীতে পড়েন, সেই সময়ে শুশান্তের মা প্রয়াত হন, অভিনেতার শেষ পোস্ট ছিল তাঁর মাকে নিয়েই সুপার বাইক এবং গাড়ির নেশা ছিল সুশান্তের, একাধিক বিলাসবহুল গাড়ি কিনেছিলেন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কেরিয়ার শুরু, 'ধুম টু' ছবিতে 'ধুম এগেন' গানে হৃত্বিক রোশনের সঙ্গে নাচতে দেখা যায় তাঁকে বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্টেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুশান্ত সিংহ রাজপুতকে, দিনটা ছিল ২০২০ সালের ১৪ জুন তাঁকে মাদক সরবরাহ করার অভিযোগে গ্রেফতার হন রিয়া চক্রবর্তী, প্রায় একমাস জেলে থাকার পর তিনি জামিন পান 'এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি', 'কাই পো চে', 'ছিছোড়ে' কিংবা 'পিকে', প্রতিটা ছবিতেই নিজের ছাপ রেখে গিয়েছেন অভিনেতা আজ সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়া ভাসছে তাঁর ছবিতে