রবিবার ৫৪ বছর পূর্ণ করলেন 'ফ্যামিলি ম্যান'। 'Satya'-র ছবিতে ভিখু মাত্রের চরিত্র প্রথম খ্যাতি এনে দিয়েছিল মনোজ বাজপেয়ীকে। তার পর একের পর এক ছবিতে নিজের জাত চিনিয়েছেন আদতে বিহারের বাসিন্দা মনোজ। ২০১৯ সালে, চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য 'পদ্মশ্রী' সম্মান পান। ফিল্মফেয়ার, দাদাসাহেব ফালকে, জাতীয় পুরস্কারও পেয়েছেন এই বিশিষ্ট অভিনেতা। 'গ্যাংস অফ ওয়াসেপুর', 'শুল' ছবিতেও তাঁর অভিনয় ছিল দেখার মতো। আবার 'Family Man' ওয়েবসিরিজের শ্রীকান্ত তিওয়ারি চরিত্রেও তিনি অসাধারণ। এই মুহূর্তে ৫৪ বছরের অভিনেতার হাতে পর পর বেশ কয়েকটি কাজ রয়েছে। কঙ্কনা সেনশর্মার সঙ্গে তাঁর 'Soup' নামে একটি দুরন্ত ওয়েবসিরিজ আসতে চলেছে। এছাড়া 'Family Man 3'-র শ্যুটিং-ও সম্ভবত চলতি বছরের শেষাশেষি শুরু হতে পারে।