কর্ণ জোহরের 'মাই নেম ইজ খান' ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন বরুণ ধবন। তারপর অভিনয়ে পদার্পণ। ২০১২ সালে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির হাত ধরে অভিনয়ে আত্মপ্রকাশ। চরিত্রের নাম রোহন নন্দা। ২০১৪ সালে ফের তিনি জুটি বাঁধেন আলিয়া ভট্টের সঙ্গে। ছবির নাম 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া'। ২০১৫ সালে 'বদলাপুর' ছবিতে একেবারে নিজের রোম্যান্টিক ইমেজ ঝেড়ে ফেলে অন্য ধরনের চরিত্রে পর্দায় আসেন বরুণ। প্রশংসিত হয় তাঁর অভিনয় দক্ষতা। ওই বছরেই তাঁকে দেখা যায় 'এবিসিডি ২' ছবিতে। একই বছরে শাহরুখ-কাজলের ছবি 'দিলওয়ালে'তে কিং খানের ভাইয়ের চরিত্রে অভিনয় করেন। ২০১৭ সালে ফের তাঁকে আলিয়ার সঙ্গে রোম্যান্টিক ছবি 'বদরিনাথ কি দুলহনিয়া' ছবিতে অভিনয় করতে দেখা যায়। ২০১৮ সালে মুক্তি পায় 'অক্টোবর'। বরুণ ধবন ফের একবার অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেন। একই বছরে তাঁকে অনুষ্কা শর্মার সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় 'সুই ধাগা' ছবিতে। ২০১৯ সালে মাল্টিস্টারার ছবি 'কলঙ্ক'-এ তাঁকে দেখা যায়। বেশ দুর্দান্ত অভিনেতা-অভিনেত্রীরা থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। গত বছর অর্থাৎ ২০২২ সালে মুক্তি পায় 'যুগ যুগ জিও' ও 'ভেড়িয়া'। দুটি ছবিই বক্স অফিসে ভালই ব্যবসা করে।