সোনালি-রুপালি পোশাকে দীপ্তিময়ী আলিয়া, নজর কাড়লেন নেটিজেনদের উজ্জ্বল পোশাকে আবারও লাইমলাইট নিজের দিকে কেড়ে নিলেন আলিয়া ভট্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত এনএমএসিসির উদ্বোধনী অনুষ্ঠান ছিল তারকাখচিত। আর এই ইভেন্টে আবারও নেটিজেনদের নজর কাড়লেন রণবীর ঘরণী। এনএমএসিসি ইভেন্টের প্রথমদিন রুপোলি শাড়িতে সাজলেন আলিয়া। সঙ্গে ছিল মানানসই অ্য়াকসেরাসিস। এনএমএসিসি ইভেন্টের দ্বিতীয়দিনে সোনালি পোশাক বেছে নিয়েছিলেন 'হাইওয়ে' অভিনেত্রী। জমকালো পোশাকের সঙ্গে ছিল চোখ ধাঁধানো মেকআপ।