সাম্প্রতিক একটি ফটোশ্য়ুটে আবারও সমস্ত লাইমলাইট নিজের দিকে টেনে নিলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। ডিজাইনার কালো টু-পিস পোশাকে অনুরাগীদের চোখ ধাঁধিয়ে দিলেন রাকুল প্রীত। সঙ্গে ছিল মানানসই ডিজাইনার জমকালো কোট। আর অবশ্য়ই সঙ্গে পাথর খোচিত অসাধারণ একটি নেকপিস। তবে এদিনের ফটোশ্য়ুটে সবথেকে নজর কেড়েছে রাকুলের চোখের মেকআপ। প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাকুল অভিনীত ছবি 'ছত্রিওয়ালি'। যেখানে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। ২০০৯ সালে কন্নড় ছবি 'গিল্লি'র হাত ধরে অভিনয় জগতে পা রাখেন। তাঁর প্রথম হিন্দি ছবি 'ইয়ারিয়াঁ'। মুক্তি পায় ২০১৪ সালে। তামিল ও তেলুগু ছবিতে একের পর এক অভিনয় করে গেছেন রকুলপ্রীত। ঠিক ৪ বছর পর ২০১৮ সালে তাঁর দ্বিতীয় হিন্দি ছবি 'আইয়ারি' মুক্তি পায়।