৯ সেপ্টেম্বর, শুক্রবার, অবশেষে প্রেক্ষাগৃহে দর্শকের জন্য মুক্তি পাচ্ছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের ছবি 'ব্রহ্মাস্ত্র'। প্রায় ৫ বছর ধরে এই ছবি তিল তিল করে তৈরি করেছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ছবি মুক্তির ঠিক একদিন আগে মুম্বইয়ে বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। হাজির ছিলেন রণবীর-আলিয়া-অয়ন। অনুরাগীদের সঙ্গে বসেই ছবি দেখেন তাঁরা। এসেছিলেন শানায়া কপূর, মহেশ ভট্টও। কমলা ড্রেসে আলিয়ার বেবি বাম্প স্পষ্ট। অনুরাগীদের ভালবাসা মুখের হাসি আরও চওড়া করেছিল। অনুরাগীদের উচ্ছ্বাসকে কুর্নিশ জানান রণবীর। উৎসাহী ফ্যানেদের সঙ্গে হাতও মেলান তিনি। প্রসঙ্গত, 'বয়কট বলিউড' ট্রেন্ডের মাঝে এই ছবির রেকর্ড পরিমাণ টিকিট অগ্রিম বুকিং হয়েছে। ছবিতে মিলবে অন্যধারার গল্প। 'অস্ত্রাভার্স' তৈরি করেছেন অয়ন। রণবীর আলিয়া ছাড়াও ছবিতে আছেন মৌনি রায়, নাগার্জুন, অমিতাভ বচ্চন প্রমুখ। প্রসঙ্গত, এই ছবির সেট থেকেই ৫ বছর আগে প্রেম শুরু হয় রণবীর আলিয়ার।