আজ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম মুম্বইয়ে উদ্বোধনী মরসুমে গতবার মুম্বই ইন্ডিয়ান্স খেতাব জিতেছিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মুম্বই জয় পেয়েছিল গতবার মোট ৫টি দল ডব্লিউপিএল অংশ নেবে এবারও মুম্বই, দিল্লি, গুজরাত, আরসিবি ও ইউপি ওয়ারিয়র্স রয়েছে মোট ১৬৫ প্লেয়ারের ভাগ্য নির্ধারণ হবে আজকের নিলামে তালিকায় রয়েছেন মোট ১০৪ জন ভারতীয় প্লেয়ার প্রতিটি দল ৯জন করে বিদেশি দলে রাখতে পারবে ৩০টি স্লট রয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগে প্রতিটি দলে নিলামে সর্বোচ্চ বেস প্রাইস ৫০ লক্ষ টাকা, বেশিরভাগ প্লেয়ারের বেস প্রাইস ৪০ লক্ষ টাকা