আমন্ড অয়েল রূপচর্চায় দারুণ উপকারী। আমন্ড খাওয়া আবার ত্বকের জন্য খুব ভাল।
আমন্ড অয়েল ও পাতিলেবুর রস দিয়ে হেয়ারপ্যাক বানিয়ে ম্যাসাজ করুন।
খুশকি দূর করতে ও চুলের গোড়া শক্ত করতে আম্ডের জুড়ি নেই।
চুল দেখতে রুক্ষ, শুষ্ক লাগছে ? ডিম ও আমন্ড অয়েল মিশিয়ে আগা-গোড়া লাগান।
রোজ রাতে ১০ টি করে আমন্ড জলে ভিজিয়ে রাখুন।
রোজ সকালে ভেজানো আমন্ড খেলে ত্বক বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা পায়।
ত্বকের যত্নে আমন্ড তেল খুবই ভালো। ড্রাই স্কিনে রাতে আমন্ড অয়েল ম্যাসাজ করুন।
১০ মিনিট তেল ত্বকে রেখে দিন। যতটুকু ত্বক অ্যাবজর্ভ করে নেবে কাজে লাগবে।
অতিরিক্ত তেল ধুয়ে ফেলুন। দেখবেন চকচক করবে ত্বক।
দুধ, মধু ও আমন্ড অয়েল একসাথে ভালভাবে মিশিয়ে হেয়ার