Image Source: Pexels, Pixabay

মাইগ্রেন, ত্বকের যত্নে অনেকে আমন্ড খেয়ে থাকেন।

Image Source: Pexels, Pixabay

সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে আমন্ড পাচনতন্ত্রও ভাল রাখে।

Image Source: Pexels, Pixabay

লন্ডনের কিংস কলেজ -এর গবেষণায় বেরিয়েছে এমনই তথ্য।

Image Source: Pexels, Pixabay

আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন -এ প্রকাশিত এই গবেষণা পত্র।

Image Source: Pexels, Pixabay

পাচনতন্ত্রে একাধিক মাইক্রোবায়োম রয়েছে। যা পোষক পদার্থ শোষণ করতে সাহায্য করে।

Image Source: Pexels, Pixabay

রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পাচনপ্রক্রিয়া এর উপর নির্ভর করে।

Image Source: Pexels, Pixabay

৮৭ জন ব্যক্তির উপর সমীক্ষা হয়েছে।

Image Source: Pexels, Pixabay

তাঁদের তিন ভাগে ভাগ করে, এই সমীক্ষা চলেছে।

Image Source: Pexels, Pixabay

যা তথ্য় পাওয়া গিয়েছে তাতে পেট ভাল রাখতে আমন্ডের উপর ভরসা করা যায়, বলছেন বিশেষজ্ঞরা

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য চিকিৎসকের সঙ্গে কথা বলুন