কেক কেটে বিশেষ দিন উদযাপন, তারকা খচিত হয়েই কাটল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন। পরিচালকের জন্মদিন উদযাপনে হাজির হয়েছিলেন সঙ্গীতজগত থেকে শুরু করে টলিপাড়ার প্রায় সব শিল্পীরাই সৃজিতের জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান। সাদা পোশাকে হাজির যীশু, এদিন অনুষ্ঠানে দেখানো হয় 'দশম অবতার'-এর ট্রেলারের ঝলকও। তাঁর প্রেম নাকি সিনেমা! আর সেই সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিনে সিনেমার ছোঁয়া থাকবে না তাও কি হয় স্ত্রী রেশমি সেনকে নিয়ে অনুষ্ঠানে হাজির ছিলেন কৌশিক সেন। যোগ দেন পরিচালকের জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে এদিন অনুষ্ঠানে এসেছিলেন সুরঙ্গনাও। 'বল্লভপুরের রূপকথা' এসভিএফের সঙ্গে সুরঙ্গনার শেষ মুক্তি পাওয়া কাজ। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী বিধায়ক জুন মাল্যও। একটি সবুজ টি শার্ট বেছেছিলেন তিনি। সাদা কালো টি-শার্টে চির নবীন 'দশম অবতার'-এর প্রবীর অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে হাজির ছিলেন সন্দীপ্তা সেন, একটি নীল সাদায় পশ্চিমি পোশাক বেছেছিলেন তিনি। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন জয়া আহসান। দশম অবতারের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। সামনেই বাঘযতীন মুক্তি। ছবির প্রচার সেরেই সৃজিতের জন্মদিন উদযাপনে হাজির দেব। পরিবারের সঙ্গে সৃজিতের জন্মদিনের পার্টিতে রইলেন ঋদ্ধি সেনও।