এই বছর মহালয়ায় পার্বতী, মহালক্ষ্মী, মহাকালী ও মহাস্বরসতীর বেশে দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে 'জগদ্ধাত্রী'-র নায়িকা অঙ্কিতা মল্লিককে দেবী কালিকা হচ্ছেন 'রাঙা বউ'- শ্রুতি দাস। শ্রুতির এই লুক প্রকাশ্যে আসার পরেই বেশ প্রশংসিত হয়েছে। ধারাবাহিক 'নিম ফুলের মধু'-র পর্ণা অর্থাৎ পল্লবী শর্মাকে দেখা যাবে দেবী কার্তিকীর ভূমিকায়। দেবী শোকরহিতা-র ভূমিকায় দেখা যাবে মানালী দে অর্থাৎ ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'-র শিমুলকে। দেবী লক্ষ্মী সাজবেন 'ফুলকি' অর্থাৎ দিব্যাণী মণ্ডল। মহালয়ার টিমে এটিই তাঁর প্রথম কাজ। দেবী উমার ভূমিকায় দেখা যাবে ‘গৌরী এল’ ধারাবাহিকের খুদে ঋষিতাকে। আজ প্রকাশ্যে এসেছে এই সমস্ত লুক। মহাদেবের ভূমিকায় দেখা যাবে 'ফুলকি' -র রোহিত ওরফে অভিষেক বসুকে। শিবের ভূমিকায় অভিনয় করে খুশি অভিষেক। দেবী রক্তদন্তিকার ভূমিকায় দেখা যাবে 'খেলনা বাড়ি' ধারাবাহিকের মিতুল ওরফে আরাত্রিকা দত্তকে। দেবী চামুণ্ডার ভূমিকায় দেখা যাবে 'মুকুট' ধারাবাহিকের মুখ্যচরিত্র শ্রাবণী ভুঁইয়া। 'গৌরী এল' ধারবাহিকের মোহনা মাইতি পর্দায় ধরা দেবেন দেবী ব্রহ্মাণী রূপে। এই সাজে বেশ স্নিগ্ধ দেখাচ্ছে তাঁকে। দেবী মহেশ্বরীর ভূমিকায় দেখা যাবে শ্বেতা ভট্টাচার্য্যকে। এর আগে শ্বেতাকে মহিষাসুরমর্দিনীর ভূমিকাতেও দেখা গিয়েছে।