জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'আলোর কোলে'-এ এখন টানটান উত্তেজনা। নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছে আদিত্য। শুরু করবে নতুন জীবন। মেঘা ও আদিত্যর আংটি বদল, এনগেজমেন্টের তোড়জোড় চলছে এখন 'আলোর কোলে' ধারাবাহিকের সেটে। সমস্ত আয়োজন হয়ে গিয়েছে। গোটা বাড়ি সেজে উঠেছে উৎসব অনুষ্ঠানের জন্য। পুপুলের জীবন সংশয় ঘটেছে। তিনদিনের মধ্যে তার মা না আনা গেলে কী হবে কেউ জানে না। নাতনিকে বাঁচাতে তড়িঘড়ি মেঘার সঙ্গে আদিত্য অর্থাৎ পুপুলের বাবার বিয়ের আয়োজন করে সেন পরিবার। কিন্তু এরই মাঝে অঘটন! রাধা বুঝতে পারে যে পুপুলের জন্মের চার্ট ও সময় নিয়ে মিথ্যা কথা বলেছে মেঘা। পুপুলকে এসব থেকে দূরে রাখতে রাধার সঙ্গে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে খুদেকে। কারণ সে মেঘাকে পছন্দ করে না। সেন বাড়িতে তড়িঘড়ি এবার রাধা ও পুপুল পৌঁছতে চায়। কিন্তু এই এনগেজমেন্ট কি তারা আটকাতে পারবে? শেষ পর্যন্ত কি এই বিয়ে হবে? আদিত্য ও মেঘার চার হাত এক হতে পারবে? নবদ্বীপ থেকে কি ফিরে আসবে রাধা ও পুপুল?