কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'। সেখানে নাকি আবির্ভাব হবে স্বয়ং মা কালীর? বুঝলেন না তো? নতুন মেকওভারে দেখা যাবে সোহাগকে।
ABP Ananda

কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'। সেখানে নাকি আবির্ভাব হবে স্বয়ং মা কালীর? বুঝলেন না তো? নতুন মেকওভারে দেখা যাবে সোহাগকে।



সোহাগ, ধারাবাহিকের 'নায়ক' জেলবন্দি কারণ অভিযোগ সে নাকি এমন একটি ম্যাজিক করেছে যার ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ টাকা গায়েব হয়ে গেছে।
ABP Ananda

সোহাগ, ধারাবাহিকের 'নায়ক' জেলবন্দি কারণ অভিযোগ সে নাকি এমন একটি ম্যাজিক করেছে যার ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ টাকা গায়েব হয়ে গেছে।



এই সময়েই আবার দুর্দান্ত সেই 'বিপর্যয় জুটি'র আবির্ভাব ঘটে, দুর্জয় ও মল্লিকা। কিন্তু কুছ পরোয়া নেই! চাঁদ, শহরের জিনিয়াস, তার মাথায় রয়েছে এক নতুন পরিকল্পনা।
ABP Ananda

এই সময়েই আবার দুর্দান্ত সেই 'বিপর্যয় জুটি'র আবির্ভাব ঘটে, দুর্জয় ও মল্লিকা। কিন্তু কুছ পরোয়া নেই! চাঁদ, শহরের জিনিয়াস, তার মাথায় রয়েছে এক নতুন পরিকল্পনা।



স্ত্রীকে বাঁচাতে এমন ফন্দি এঁটেছে চাঁদ, যে তা যে কোনও বলিউড ছবির প্লটকেও টেক্কা দিতে পারে।
ABP Ananda

স্ত্রীকে বাঁচাতে এমন ফন্দি এঁটেছে চাঁদ, যে তা যে কোনও বলিউড ছবির প্লটকেও টেক্কা দিতে পারে।



ABP Ananda

সোহাগ তার বুদ্ধিমত্তার গোপন অস্ত্র কাজে লাগিয়ে মা কালীর রূপে সজ্জিত হয়ে ওঠে।



ABP Ananda

মা কালীর একনিষ্ঠ ভক্ত এবার নিজেই তাঁর মতো শক্তি সঙ্গে করে আসল দোষীদের মুখোমুখি।



ABP Ananda

এই দৃশ্য রীতিমতো হাসির ফোয়ারা ছোটায়, কারণ প্রতারক অপরাধী, এমন মা কালীর ক্রোধের মুখোমুখি হয়ে সমস্ত সত্যি কথা উগরে দেয়।



ABP Ananda

অন্যদিকে এই ধারাবাহিকে এবার আগমন ঘটবে নতুন এক চরিত্রের। আশালতা বৌদির চরিত্রে এবার ধারাবাহিকের নতুন সংযোজন আভেরি সিংহ রায়।



ABP Ananda

হরিপুরের সিনিয়র ইন্সপেক্টরের স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁকে। সোহাগকে জেল থেকে উদ্ধারের কাজে হাত লাগাবে এই আশালতা বৌদিও।



ABP Ananda

সোহাগের এই কঠিন সময়ে তার খুব কাছের হয়ে উঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশালতা বৌদি।